বিক্রিত আমি

man-for-saleবিক্রি হবে
কেউ কী আছে কেনবার?
খুব সস্তায় ছেড়ে দেব
না না কোন শর্ত নেই
নিঃশর্তেই বেচে দেব
বাজারে যোগানের পরিমান যে হারে বাড়ছে
তাতে আর যাইহোক শর্ত চলেনা
কোন চিন্তা করবেন না
ইচ্ছামত খাটিয়ে নেবার স্বাধীনতা পাবেন
আছে ভেতরে ইচ্ছামত শোষিত হবার প্রাণশক্তি
আছে নির্বুদ্ধিতার চরম ও পরম সাধনা
বোধহীন, যুক্তিহীন, নির্লজ্জতা
সেটা আবার কী?
“একবিংশ শতাব্দির সবচেয়ে সস্তা পন্য । এক্তা ম্যাসিন কিনে কোটি টাকা দিয়ে, কিন্তু তার মূল্য ত্রিশ হাজার বা তার চেয়ে ধেড় কম,”এটুকুই আপাতত শুনে রাখুন
বলছি, একটু ধৈর্য ধরুন নাম সহ বলছি
হুলিয়া বর্ণনা শেষ হলেই বলছি
গুছিয়ে কথা বলতে পারে
গায়ের রঙ ফরসা
প্রয়োজন হলে ফ্রন্ট ডেস্কেও বসাতে পারবেন
লোকজন খাবে
না না তাতেও আপত্তি নেই শুধু আইডি কার্ডে পদটা চাই “এক্সিকিউটিভ”
এবার পরিচয়:
রাশি বৃশ্চিক
এম এ পাশ
সদ্য বেকার এবং খুতহীন বেকারাত্ব নিয়ে দাসত্যের জন্য অপেক্ষমান
এখনো কোন প্রভুর শোষনে দাগ পড়েনি
তাই বোধকরি শোষণের অধিকার প্রথম ক্রেতারই রইবে
ভেতরে স্বপ্ন আছে
না না ভয় পাবেন না
আপনি মিছে মিছিই ভয় পাচ্ছেন
আরে ওটাতেও তো “for sale” বার কোড আছে
আপনাকে শুধু সেটার পাঠোদ্ধার করে নিতে হবে; এই যা
আছে মাতৃকাতরতা
আছে পিছে তাদের কস্ট পাবার ভয়
আছে বোনের ভাইয়ের হাসিমুখ দেখার প্রবল আকাঙ্ক্ষা
তার জন্য বিশেষ কাতরতা
আর হ্যা, আরো কিছু গোপন কথা বলে দেই
যা আপনি শোষণের হাতিয়ার হিসেব কাযে লাগাতে পারবেন
চাকরি হারাবার জুজুরভয়
এই খড়গটা একবার মাথার ওপর ঝুলিয়ে দিলে
শুধু দিন কেন রাত অবধি অফিসেই বসে থাকবে
একটু যদি এদিক সেদিক হয়
টাকাটা একটু বাড়িতে দিতে পারেন
অথবা দিতে পারেন প্রমোশনের ভরসা
হলফ করে বলতে পারি, স্বপ্নগুলোও বিক্রি করে দিবে
সেগুলো কনভার্ট করে শুধু আপনার কাজের সাথে জুড়ে দিবেন
ব্যাস, আর কি লাগেঃ শুরু দাসত্বের পরিপূর্ণ যাত্রা
মাঝে মাঝে ইচ্ছে হয়
এই হাত এই পা যদি আলাদা করে বিক্রি করা যেত
আগে তাই করতাম
সংসপ্তক হয়ে ত্যাগ করতাল এই প্রিথিবী–তাতেও শান্তি পেতাম
অন্তত মস্তিস্কটা বেচতে হতনা
কিন্তু স্যৃষ্টিতেই তো মহা গলদ — এক একটা মানুষ এক একটা প্যাকেজ প্রোডাক্ট
বেচতে হলে পুরটাই বেচতে হয়
আমার যৌন্তা, আমার প্রেম, আমার হাসি, আমার কান্না
সবই বিক্তি হয়ে যায় একসাথে
তবুও এবার ভাবছি বিক্রি করে দেব
হোকনা সেটা নামমাত্র মূল্য
ভাবছো আমার মস্তিক বৈকল্য ঘটেছে?
ভাবতে পারো–তাতেও আপত্তি নেই
কারণ, আমি ক্যামোফ্লেজ করতে জানিনে
আচ্ছা বুকে হাত দিয়ে বলতে পারবে?
যে তুমি বিক্রি হওনি?
তুমি কর্পোরেট জবের নামে দাসত্ব করনি?
তোমার আবেগ বিক্রি হয়নি?
তোমার প্রেম ভালোবাসাকে অবহেলনি?
চিন্তাই পড়ে গেলে বুঝি?
ভেবোনা দাসের সমাজে স্বধীনতার অর্থ হয়না।
—-বোরজাহা