আজ থেকে তোমায় ‘নদী’ বলে ডাকবো

কেউ বলে নারী, কেউ অর্ধাংঙ্গী
কেউ রমণী, কেউ বা সীমন্তনী তোমায়
কারো শিরোধার্য, কেউ করে হীন কদর্য
আরও কত কী!
কারো মা তুমি,  কারো ভগিনী, কারো জায়া,
কারো রোষানলে হও অপয়া
অথচ তুমি শুধুই মানুষ
এক জীবন্তিকা সম
যে তুমি দানো প্রেম কঠিনেরে
করো মহোত্তম নিচ অধমেরে
গরদ-ভরা হৃদয়ে সিঞ্চ অমৃত
দানো সজীবতা অকৃত্তিম ত্রাণে
দানো প্রাণ মৃত প্রাণে
নদীর মত তুমি বহ কালান্তরে
বৈশাখ কিবা অঘ্রাণে
তাই তোমায় এ নামেই ডেকেই তৃপ্ত এ হিয়া
 নিমন্তন্ন তোমার এ আখিঁভারা ফুললঘ্রাণে।

Leave a comment